সুনামগঞ্জের ছাতকের আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় দুই গ্রামের তৈয়ব আলী ও চমক আলীর লোকজন বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, দুই গ্রামের প্রভাবশালী চমক আলী ও তৈয়ব আলীর মধ্যে জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। আজ জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন তাদের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

















