Swadhin News Logo
বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চিরকুট লিখে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো রেললাইনের পাশে

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২০, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
চিরকুট লিখে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো রেললাইনের পাশে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চিরকুট লিখে নিখোঁজ ব্যবসায়ী জিয়াউর রহমানের লাশ রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার মাঝপাড়া রেললাইনের পাশ থেকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনে কাটা অবস্থায় লাশটি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চিরকুট লিখে বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন জিয়াউর রহমান (৪৫)। তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া বাজারে সেঞ্চুরি টেইলার্স নামে একটি টেইলারিং ব্যবসা পরিচালনা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে দোকানে যান জিয়াউর। দুপুরে তার ছেলে মো. ইজাজ হোসেন খাবার নিয়ে দোকানে গিয়ে বাবাকে পাননি। আশপাশে খোঁজ নিয়েও কোনও তথ্য মেলেনি। পরে দোকানের টেবিলে রাখা একটি কাগজে চোখ যায় তার। সেটি ছিল একটি চিরকুট। তাতে লেখা ছিল—‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম। কেউ দায়ী নয়।’ চিরকুট পাওয়ার পর পরিবার ও স্বজনরা চারদিকে খোঁজ চালিয়েও কোনও তথ্য পাননি। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক।

জিয়াউর রহমানের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী জানান, তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে দুর্বল ছিলেন। টেইলারিংয়ের কাজ করতে সময় লাগতো বেশি। এ কারণে তার ছোট ছেলে তাকে প্রায়ই বকাঝকা ও মারধর করতো বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আরও ভেঙে পড়েছিলেন বলে ধারণা তার।

নিখোঁজের কয়েক ঘণ্টা পর বিকাল সোয়া ৫টার দিকে মাঝপাড়া রেলওয়ে ব্রিজ এলাকায় ট্রেনে কাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা দেখে পরিবার ও পুলিশ গিয়ে লাশটি জিয়াউর রহমানের বলে শনাক্ত করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল। তদন্ত চলা অবস্থায় আটঘরিয়া থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি রেলপথ সংক্রান্ত হওয়ায় লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন বলেন, ‘ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
রংপুরে মহানবীকে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেফতার, সনাতনীদের ১৫টি বাড়িঘর ভাঙচুর

রংপুরে মহানবীকে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেফতার, সনাতনীদের ১৫টি বাড়িঘর ভাঙচুর

সরকারি চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

সরকারি চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নিহত

এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নিহত

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাম্পের!

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাম্পের!

নেপালে সরকারের এক সিদ্ধান্ত রূপ নেয় গণআন্দোলনে

নেপালে সরকারের এক সিদ্ধান্ত রূপ নেয় গণআন্দোলনে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মিয়ানমার সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মিয়ানমার সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুড়িগ্রামে প্রাথমিকে চলছে বার্ষিক পরীক্ষা, মাধ্যমিকে বন্ধ

কুড়িগ্রামে প্রাথমিকে চলছে বার্ষিক পরীক্ষা, মাধ্যমিকে বন্ধ

পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের মানববন্ধন, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের মানববন্ধন, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি