Swadhin News Logo
শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপিতে সব ধর্মের প্রতি সম্মান আছে, এটা একটা রংধনুর মতো: এ্যানি

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২২, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
বিএনপিতে সব ধর্মের প্রতি সম্মান আছে, এটা একটা রংধনুর মতো: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে। এটা একটা রংধনুর মতো। এই দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান, পাহাড়ি ও আদিবাসী সবাই বসবাস করি। সবাই আমরা বাংলাদেশি, এটাই বিএনপির রাজনীতি। এ রাজনীতি জিয়াউর রহমান দিয়ে গেছেন। খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, এখন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।’

শুক্রবার (২১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়া বিগত আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতিত হয়ে দেশের বাইরে আছেন, খুব শিগগিরই দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘দেশে একটি স্বাভাবিক সুন্দর একটি নির্বাচন হবে। নিয়মতান্ত্রিক, নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই অংশগ্রহণ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন ও শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামল প্রমুখ।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত