Swadhin News Logo
শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইজিবাইকে বাসচাপায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২২, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
ইজিবাইকে বাসচাপায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

দিনাজপুরে ইজিবাইকে বাসের চাপায় একই পরিবারের চার জন নিহত এবং কমপক্ষে আরও চার জন আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫); তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) এবং ১১ বছরের শিশু সুমি আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি দিনাজপুর থেকে দশমাইল যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক