নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে চোর সন্দেহে পারভেজ (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দর উপজেলার ২৬নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক। সম্প্রতি তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘আমার স্বামীকে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী গত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে বেঁধে মেছের এবং তার ছেলে মাহিনসহ তাদের আরও ৫-৬ জন মিলে চোর আখ্যা দিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে ভোর পর্যন্ত মেসবাহউদ্দিন ওরফে মেছের আলী তার ছেলেকে সঙ্গে নিয়ে পারভেজকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে সকাল আনুমানিক ৭টার দিকে পারভেজের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই এলাকার লোকজনের মারপিটে তার পারভেজের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‘কী কারণে এবং কারা তাকে মারধর করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত করে বলা সম্ভব হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’













