চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কম্বলের গুদামটি পুড়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি কম্বলের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বিকাল ৪টায় নিয়ন্ত্রণে এনেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানা যাবে।’
















