৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো ও পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এক ঘণ্টার বেশি অবরোধ চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, যতক্ষণ লিখিত পরীক্ষার তারিখ ও সিদ্ধান্ত পরিবর্তন না হবে, ততক্ষণ অবরোধ চলবে। যৌক্তিক এই আন্দোলনে দুই ছাত্র উপদেষ্টার কোনও ভূমিকা না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
তারা বলেন, ‘যৌক্তিক দাবির পক্ষে সবার সমর্থন থাকার পরেও পিএসসি কেন নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে জনসমর্থনের বিপরীতে অবস্থান নিচ্ছে, তা আমাদের জানা নেই। অন্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য কমপক্ষে ৬ মাস সময় দেওয়া হয়। এবার ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দু মাস সময় দেওয়া হয়েছে।’
দাবি মেনে নিয়ে সময় বৃদ্ধি না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান শিক্ষার্থীরা।













