বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লবের ফসল ছিনতাই করার পাঁয়তারা চলছে। জাতির প্রত্যাশা পূরণে এবং বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়িত হলে সাতচল্লিশ ও একাত্তরের চেতনা এবং অর্জন ফিরে আসবে—চব্বিশের অর্জনও কেউ ছিনিয়ে নিতে পারবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তারই ধারাবাহিকতায় একটি দল আবারও সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণ আর স্বৈরশাসনের কাছে ফিরে যেতে চায় না। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) নরসিংদী-৩ (শিবপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকীবুল ইসলামের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে জনগণকে আহ্বান জানান।
দেশের মেহনতি মানুষের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশে সবার ভাগ্য পরিবর্তন হয়—গার্মেন্টস মালিকের হয়, ব্যবসায়ীর হয়; কিন্তু শ্রমিক শুধু শ্রমিকই থেকে যায়। মেহনতি মানুষের প্রতীক আজ রিকশা, আর সেই পরিশ্রমী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।’
শিবপুর উপজেলা সভাপতি আব্দুল বাছেতের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন এই আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুন নূর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান প্রমুখ।

















