নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারের একটি কক্ষ থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
রিয়া মণি জামালপুর জেলার হালিম মণ্ডলের মেয়ে। স্বামীকে নিয়ে সোনারগাঁয়ের র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারে থাকতেন তিনি। আটক আদিল জামালপুরের বাদশাহ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ার সঙ্গে এক বছর আগে আদিলের পারিবারিকভাবে বিয়ে হয়। আদিল সোনারগাঁয়ের র্যাংগস ফ্যাক্টরিতে চাকরির (বাবুর্চি) সুবাদে স্ত্রীসহ তিনি আবাসিক কোয়ার্টারের একটি কক্ষে বসবাস করছিলেন। আজ সকালে হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে হত্যার বিষয়টি টের পায়। নিহতের মাথায় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক আদিল বলেন, ‘গতকাল রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রিয়া আজ সকালে নাশতার জন্য পরোটা আনতে বলে। পরে দোকান থেকে পরোটা ও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাসায় ফিরে খাটের ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখি।’
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) ইমরান আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।’















