Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য প্রকাশ পেয়েছে’

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৭, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
‘শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য প্রকাশ পেয়েছে’

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ‘জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য তিন দিন আগে তাদের চট্টগ্রামের এক নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রকাশ পেয়েছে। তার মুখ দিয়ে তাদের দলের মনের বাসনাটা ফস করে বের হয়ে গেছে।’

বুধবার (২৬ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বৈঠকে জামায়াতে ইসলামী প্রসঙ্গে নাসের রহমান বলেন, ‘এবারের নির্বাচনে আমার প্রচারের মূল লক্ষ্য আওয়ামী লীগ সমর্থকদের বুঝিয়ে দেওয়া, জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। আপনারা এক সেকেন্ডও ভাববেন না যে জামায়াতে ইসলামী নামে কেউ ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে, শেখ হাসিনার আমলেও যতটা খারাপ দিন আসেনি।’

তিনি বলেন, শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াত নেতাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘তিন দিন পর তাকে (শাহজাহান চৌধুরী) শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ভুল করলে পরদিন নোটিশ হওয়ার কথা। এটা শুধু লোক দেখানো। অথচ তিনি তাদের সিনিয়র নেতা, এমপি প্রার্থী।

‘সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কোনও নেতাও এমন দায়িত্বহীন মন্তব্য করেননি। তারা আমাদের মামলা দিয়েছে, গুম-খুন করেছে, তাড়িয়েছে, মারধর করেছে– কিন্তু এরকম বক্তব্য কখনও শোনা যায়নি। চট্টগ্রাম বন্দরে জামায়াতের এ নেতা বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত।’

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ সমর্থকরা ঝুঁকিতে পড়বে– এমন ধারণা ভেঙে দিতে চান বলে জানান নাছের রহমান। তিনি বলেন, ‘ক্ষমতা ছাড়ার আগে ওবায়দুল কাদের বলেছেন পাঁচ লাখ আওয়ামী লীগ কর্মী মারা যাবে। বাস্তবে কী হয়েছে? একজন নেতাও মারা যায়নি, গ্রামে-গঞ্জে কেউ পালায়ওনি।

‘দেশে ক্ষমতার পরিবর্তন হলেও আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার দায়িত্ব বিএনপি নেবে। আওয়ামী লীগের ভোটারদের নিরাপত্তা দিতে হলে বিএনপিই দেবে।’

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন— মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ।

উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসমাবেশে রূপ নেয়। এতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর: শাহজাহান চৌধুরীকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতারা, জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত