ময়মনসিংহে যুবককে হত্যার অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুনতাসির ফাহিম। তিনি উপজেলার ৪নং ওয়ার্ডের রেজাউল ইসলাম বাদলের ছেলে। গত এক বছর মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ফাহিম। ইউনিভার্সিটি বন্ধ থাকায় গত চার মাস আগে বাড়িতে আসেন।
জানা গেছে, একই উপজেলার ৪নং ওয়ার্ডের জহিরুল মণ্ডলের ছেলে অনীক মণ্ডল ফাহিমের বন্ধু। রাতে অনীক চাইনিজ কুড়াল দিয়ে গলায় আঘাত করে ফাহিমকে হত্যা করে রক্তমাখা অস্ত্র হাতে ত্রিশাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
হত্যার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা রুবেল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ফাহিমকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

















