বগুড়ায় পায়ের অ্যাংলেটে ইয়াবা পাচারকালের ননদ ও ভাবিকে গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় রংপুরগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য দিয়েছেন।
গ্রেফতার দুই নারী হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের রাজ্জাক সরদারের স্ত্রী দিপা আক্তার (৩০) ও তার ভাবি খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামের কাউসার আলমের স্ত্রী নূর নাহার (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি সিটে বসা টিকিটবিহীন দুই নারী রহস্যজনক আচরণ করলে ডিএনসি সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের শরীর তল্লাশি করলে দুই জনের পায়ে টেপ দিয়ে লাগানো অ্যাংলেটের ভেতরে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তখন দিপা আক্তার ও তার ভাবি নূর নাহারকে গ্রেফতার করা হয়। পরে তাদের বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলা করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তা আরও জানান, মাদকপাচারে নারীদের ব্যবহার ও এ ধরনের অভিনব কৌশল উদ্বেগজনক প্রবণতা।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ননদ ও ভাবিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

















