Swadhin News Logo
শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

টেকনাফে আবারও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৮, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
টেকনাফে আবারও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তন করে মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। এর জন্য দলীয় নেতাকর্মীদের একাংশ ভোটারদের সঙ্গে নিয়ে একের পর এক কর্মসূচিও পালন অব্যাহত রেখেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কক্সবাজারের টেকনাফে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং ধানের শীর্ষ মার্কায় ভোট প্রদানের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। যেখানে এ আসনে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া দাবি তোলা হয়েছে।

টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্সে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন যুবদল নেতা ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। দোয়া মাহফিল শেষ পৌর এলাকায় পরিচালিত হচ্ছে গণসংযোগ এবং লিফলেট বিতরণ।

এ সময় নেতাকর্মীদের দীর্ঘ সময়ের মামলা-হামলায় নির্যাতিত উল্লেখ করে আবদুল্লাহকে মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়। স্লোগান দেওয়া হয় তার পক্ষে।

কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ জানান, টেকনাফে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্যাতনের শিকার জন নেতা আবদুল্লাহ। এখানে তার সমর্থনও আকাশচুম্বী। ধানের শীর্ষ প্রার্থী বিজয় নিশ্চিত করতে তাকে মনোনয়ন দেওয়া জরুরি।

কর্মসূচিতে বিএনপি, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 
এর আগে একই দাবিতে উখিয়া ও টেকনাফে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাফনের কাপড় পরে মশাল মিছিল, কলা গাছ রোপণ, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচিতে আবদুল্লাহর মনোনয়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক