Swadhin News Logo
শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুবদল নেতা রাশেদ হত্যাকাণ্ডে নতুন মোড়

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৯, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
যুবদল নেতা রাশেদ হত্যাকাণ্ডে নতুন মোড়

বগুড়ার আলোচিত যুবদল নেতা রাশেদ হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার প্রধান আসামি হান্নান বাটালু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলের ফাঁস হওয়া একটি ফোনালাপে হত্যার নির্দেশদাতা জাকিরের তথ্য সামনে আসে।

ভাইরাল হওয়া আলাপে প্রধান আসামি হান্নান বাটালু বলেন, ‘আমি জাকির ভাইকে (সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি) অনেক বোঝানোর চেষ্টা করেছি। উনি আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। শুধু স্ট্রোক করা বাকি ছিল। শেষে বাধ্য হয়ে আমি রাশেদের দুর্ঘটনা (হত্যা) ঘটাইছি।’

নিহতের পরিবারের অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়ার সোনতলা উপজেলার পাকুল্লা বাজারে রাশেদুলের ওপর হামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। হান্নান বাটালু সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেনের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা যায়, পাকুল্লা বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকাবাসী তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বাটালু। অপর দুই পক্ষ পরিচালনা করেন পাকুল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক নিয়ামুল মাস্টার ও স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল।

নিয়ামুল মাস্টার পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আপন ছোট ভাই। তারই আরেক চাচাতো ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর জ্যাকিকে গোপনে পাকুল্লা হাইস্কুলের সভাপতি করতে একটি প্রস্তাবনা জেলা প্রশাসকের দফতরে পাঠিয়ে দেন। সেই প্রস্তাবনা বাস্তবায়নের নেপথ্যে উপজেলা বিএনপির সভাপতি জাকিরের নাম ছড়িয়ে পড়ে এলাকায়। এরই জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বিএনপির জাকির পন্থি ও স্থানীয় বিএনপির অন্য নেতাকর্মীদের মধ্যে।

২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল মোটরসাইকেলের একটি বহর নিয়ে পাকুল্লা বাজারে মহড়া দেন বলে অভিযোগ করে সেদিনই রাশেদের ওপর হামলা চালানো হয়। সে ঘটনায় গুরুতর আহত হন রাশেদ।

প্রত্যক্ষদর্শী একজন  বলেন, ‘সেদিন সন্ধ্যায় রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর নেতৃত্বে লোকজন তাকে ধাওয়া করে। রাশেদ একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।’

পরে চিকিৎসাধীন অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদ।

এর প্রায় এক বছর পর চার্জশিট দিয়েছে সোনাতলা থানা পুলিশ। সেখানে আট জন আসামিকে বাদ দেওয়া হয়। তবে নিহত যুবদল নেতা রাশেদের পরিবার সেই চার্জশিটের বিরুদ্ধে আপত্তি জানিয়ে নারাজি দিয়েছে। 

রাশেদের পরিবারের দাবি, মামলার আইও ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরের সঙ্গে মিলে মূল আসামিগুলোকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জাকিরের সম্পৃক্ততারও অভিযোগ তোলে তার পরিবার।

পরিবারের দাবি, মোবাইল ফোনালাপে জাকিরের কথা বলছে জাকিরের লোকজনই। তার লোকজনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

তবে মামলার আইও এসআই শামীম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় কিছু আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকিরও রাশেদ হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি দাবি করেন, আমার নাম ষড়যন্ত্র করে এখন সামনে আনা হচ্ছে, আমি এই ঘটনার সঙ্গে বিন্দু পরিমাণ সম্পৃক্ত নই। হত্যার নির্দেশ দেওয়ার অডিওটিও ফেক।

তবে নিজ দলের কর্মীকে হত্যা মামলার প্রধান আসামি হলেও পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালুর বিরুদ্ধে এখন পর্যন্ত দলীয় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ আছে, জাকিরের অনুসারী হওয়ায় এখন পর্যন্ত বহাল তবিয়তেই স্বপদে বহাল আছেন বাটালুসহ অভিযুক্ত অন্য বিএনপি নেতারা। জাকির পন্থি হওয়ায় হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও আসামিদের সবাইকেই এখন পর্যন্ত আশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি বগুড়ার সোনাতলায় বিএনপি নেতা হান্নান বাটালু ও তার লোকজনের হামলায় যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) মারা যান। নিহত রাশেদ সোনাতলা উপজেলা সাইবার ফোর্সের সভাপতি জেলা কমিটির সহ-সভাপতি, যুবদল পাকুল্লা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
গাইবান্ধায় আতঙ্ক বাড়াচ্ছে অ্যানথ্রাক্স, ২৫ জনের উপসর্গ, গৃহবধূর মৃত্যু

গাইবান্ধায় আতঙ্ক বাড়াচ্ছে অ্যানথ্রাক্স, ২৫ জনের উপসর্গ, গৃহবধূর মৃত্যু

ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে অলৌকিকভাবে বেঁচে গেল ১৩ বছরের কিশোর

ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে অলৌকিকভাবে বেঁচে গেল ১৩ বছরের কিশোর

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

শুল্ক ফাঁকিতে আসা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শুল্ক ফাঁকিতে আসা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার মতো কোনো ভূখণ্ডই হয়তো অবশিষ্ট থাকবে না’

‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার মতো কোনো ভূখণ্ডই হয়তো অবশিষ্ট থাকবে না’

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসায় যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসায় যুক্তরাষ্ট্র

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ভারত থেকে এলো ২৪৮৫ টন চাল, তবু বাজারে কমছে না দাম

ভারত থেকে এলো ২৪৮৫ টন চাল, তবু বাজারে কমছে না দাম

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি