Swadhin News Logo
শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আজও মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, সমালোচনার ঝড়

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৯, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
আজও মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, সমালোচনার ঝড়

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুস্থতার জন্য দোয়া করছেন লোকজন। এমন পরিস্থিতি মনোনয়ন পরিবর্তনের দাবিতে যশোরের শার্শায় সড়ক অবরোধ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। বিষয়টিকে ভালভাবে নেননি সাধারণ মানুষজন। তীব্র যানজট সৃষ্টি করে এ ধরণের কর্মসূচি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা করছেন অনেকে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে বেনাপোলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীরা। 

সমালোচনা করে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন। সব দলমত নির্বিশেষে সব মানুষের নেত্রী। সেই নেত্রীর সংকটময় সময়ে দলীয় সংকীর্ণমনা কিছু লোক কর্মসূচি পালন করছেন। তারা বিএনপির কর্মী হতে পারে না। তাদের মধ্যে মানবিকতা বলে কিছু নেই। দল বা নেত্রীর প্রতি ভালোবাসা থাকলে এই সময়ে এ ধরনের কর্মসূচি করতে পারে না তারা। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

দলীয় সূত্রে জনা যায়, সীমান্তবর্তী উপজেলা শাশা উপজেলা নিয়ে যশোর-১ আসন গঠিত। প্রথম থেকেই মনোনয়নপ্রত্যাশীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল প্রকট। হাফ ডজন প্রত্যাশীর মধ্যে এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে দলের সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসানকে। এরপর থেকে এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। যদিও শার্শা বিএনপির একাংশের নেতারা প্রার্থী বদলের জন্য কেন্দ্রে লিখিত আবেদন করেছেন। উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এ আসনে মনোনয়নপ্রত্যাশী। 

মনোনয়নবঞ্চিত হয়ে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের নিয়ে এই দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে সমাবেশ হয়। পরে নেতাকর্মীরা যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে শার্শার অভিমুখী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় অনেকে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন। নাভারণ মোড়ে গিয়ে কর্মসুচি শেষ করেন। দীর্ঘক্ষণ এই কর্মসূচি চলাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে একজন সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা হুঁশিয়ারি দেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, ‘বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে আশায় মাঠে নেমেছি। যদি এই প্রার্থী বাতিল না করা হয়, তবে বিএনপি এই আসনে হেরে যাবে।’ 

মনিরুজ্জামান নামে এক যুবদল নেতা বলেন, ‘আমরা বাড়িছাড়া হয়েছি, কিন্তু উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে ছাড়িনি। দলের দুঃসময়ে যে কোনোদিন মাঠে ছিল না তাকে মনোনয়ন দেওয়া হলো। এটা আমরা মানি না। যদি তিনি দলের দুর্দিনে থাকতেন, তাহলে মানতাম। কিন্তু এই অতিথি পাখিকে আমরা মানি না।’ 

বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা চলছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘দলীয় প্রধানের সংকট মুহূর্তে আমরা দোয়া মাহফিল ছাড়া কিছুই করছি না। এমন মুহূর্তে শার্শায় সড়ক অবরোধ করে মনোনয়নের দাবিতে বিক্ষোভ অবরোধ করা; সমালোচনা করার মতোই কর্মকাণ্ড। তবে কর্মসূচির বিষয়ে আমার জানা নেই। আমরা দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি।’ 

তবে উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির বলেন, ‘দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। আজও হয়েছে। সেখানে আমরা ছিলাম না। শুনেছি সড়ক অবরোধ করেছেন তারা। তৃণমূলের নেতাকর্মীদের আবেগের জায়গা থেকে তারা দাবি জানাচ্ছেন। তবে তারা যখন শুনেছেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তখন তারা দোয়া করে কর্মসূচি বন্ধ করে দিতে পারতেন।’

সর্বশেষ - আন্তর্জাতিক