Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ

প্রতিবেদক
Nirob
জুলাই ৩, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূরকে আজ বুধবার (২ জুলাই) সন্ধ্যার মধ্যে স্থায়ী অপসারণসহ হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়ে তারা অবরোধ তুলে নেন। তাদের দাবি মানা না হলে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে চট্টগ্রামসহ সারা দেশে অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। 

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবরোধের কারণে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হয় লোকজনকে। পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

এ কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ সংশ্লিষ্টরা। রাফি বলেন, ‘অভিযুক্ত ওসিসহ হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে স্থায়ী অপসারণ করা না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামসহ সারা দেশে কর্মসূচি পালন করা হবে।’ 

একই দাবিতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে এ বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীরা রেঞ্জ ডিআইজি অফিসের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে চট্টগ্রামের ডিআইজি আহসান হাবীব পলাশ আন্দোলনকারী পাঁচ প্রতিনিধির সঙ্গে কথা বলেন। এরপর তারা ডিআইজি কার্যালয়ের সামনে থেকে অবরোধ তুলে নেন।

এর আগে, মঙ্গলবার রাতে চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে পটিয়া থানার সামনে ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরের অপসারণের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে প্রথমে ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি পালন করা হয়। এ সময় পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচি পালনের পাশাপাশি থানার সামনে চট্টগ্রাম-আরাকান মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় এবং নেতাকর্মীদের লাঠিপেটা করে।

সর্বশেষ - আন্তর্জাতিক