Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে দুই ছাত্র নিহতের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১২৬ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরের কোতোয়ালি থানায় পৃথকভাবে মামলা দুটি করা হয়। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের মৃত দুই নেতাকেও আসামি করা হয়েছে।

এই মামলার বাদী পেশায় ব্যবসায়ী আবদুল মোতালেব। তার ছেলে কাউসার মাহমুদ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কাউসার নগরের নিউমার্কেট গোলচত্বরে গুলিবিদ্ধ হন। পরে ১৩ অক্টোবর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলোচনা করে মামলা করতে এত দিন দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

মামলার এজাহারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলকে ৫৫ নম্বর এবং নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অমল মিত্রকে ৫৮ নম্বর আসামি করা হয়। অথচ ২০২৩ সালের ৭ মে অমল মিত্র মারা যান। আর দেবাশীষ গুহ বুলবুল ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এই মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রেজাউল করিমসহ ৯১ জনের নাম উল্লেখ আছে। মামলার এজাহারে দুজন মৃত ব্যক্তির নাম ছাড়াও আরও অসংগতি রয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে দুবার করে আসামি করা হয়েছে। এজাহারে দুবার করে নাম রয়েছে আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম এবং নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধরের।

মামলার বাদী নিহতের বাবা আবদুল মোতালেব বলেন, ‘আলোচনা করে মামলাটি করা হয়েছে। মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়টি আমার জানা নেই।’

আরেক মামলার বাদী হয়েছেন সাহাব উদ্দিন। এতে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট নগরের লালদীঘি পাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাদীর মাদ্রাসাপড়ুয়া ২১ বছর বয়সী নিজাম উদ্দিন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘দুটি মামলার জন্য দুজন বাদী এজাহার দিয়েছেন। এর মধ্যে যদি কোনও মামলায় মৃত ব্যক্তি কিংবা নিরীহ কেউ আসামি হয়ে থাকেন, তাহলে তদন্ত করে বাদ দেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
বাড়তি বেতন দেবেন না মালিকরা, উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ

বাড়তি বেতন দেবেন না মালিকরা, উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

এ যেন বাল্যবিয়ে প্রতিরোধের প্রস্তুতি

এ যেন বাল্যবিয়ে প্রতিরোধের প্রস্তুতি

নাফ নদ থেকে আরও ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে আরও ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডিসেম্বরের আগে নির্বাচন হলে অংশগ্রহণ করবেন খালেদা জিয়া: আব্দুল আউয়াল মিন্টু

ডিসেম্বরের আগে নির্বাচন হলে অংশগ্রহণ করবেন খালেদা জিয়া: আব্দুল আউয়াল মিন্টু

থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?

থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?

আজিজ হারিস জোসেফ বেনজীরের বিরুদ্ধে মামলা

আজিজ হারিস জোসেফ বেনজীরের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উঠেই হাসনাত আব্দুল্লাহর স্লোগান ‘মুজিববাদ মুর্দাবাদ’

গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উঠেই হাসনাত আব্দুল্লাহর স্লোগান ‘মুজিববাদ মুর্দাবাদ’

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে

ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ

ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ