Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬

বরগুনায় থামছেই না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। রোগটিতে আক্রান্ত হয়ে জেলায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন।

শুক্রবার (৪ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭৩ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১৩ জন। এর মধ্যে, বেতাগী ১, বামনা ৫, তালতলী ২, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৩ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ২৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৮ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ জন।

এ বিষয়ে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘ডেঙ্গুর যে পরিস্থিতি তা এখনও নিয়ন্ত্রণের বাইরে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী সবাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসে না, অনেকেই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন আবার অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে আমাদের মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া আছে, যারা হাসপাতালে  না এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিপূর্বে মারা গেছেন অথবা চিকিৎসা নিচ্ছেন তাদের নাম-পরিচয়সহ সকল তথ্য সংগ্রহ করে জমা দিতে। যা যাচাই-বাছাই করে সঠিক তালিকা করা হবে। যাতে সরকারি ও বেসরকারি হিসাব একই থাকে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত