জয়পুরহাটের আক্কেলপুরে চুরি ডাকাতির একাধিক মামলার আসামি মানিককে (২৮) গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এএসআই রশিদুল ইসলাম আহত হয়েছেন। পরে অভিযুক্তকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের গাড়িতে উঠিয়ে দেন। এ সময় তার কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনে থেকে আসামিকে গ্রেফতারের সময় এ ঘটনা ঘটে।
গ্রেফতার মানিক হোসেন আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানিক হোসেন কারাগারে ছিল। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসে। সে কারাগারের বাইরে থাকলে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পায়। সোমবার সন্ধ্যার আগে মানিক চাকু নিয়ে আক্কেলপুর উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করে। এমন খবরে সাদা পোশাকে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম তাকে ধরতে যান। তারা দুই জন উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে ধরে হাতকড়া লাগান।
এ সময় তাদের কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করে। তার ধস্তাধস্তিতে হাতকড়া পরানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। এ সময় স্থানীয়রা মানিককে গণপিটুনি দেন। পরে থানা থেকে আরও পুলিশ এসে স্থানীয়দের গণপিটুনির হাত থেকে উদ্ধার করে পুলিশ ভ্যানে উঠিয়ে দ্রুত থানায় নিয়ে যায়। এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার জানান, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত ৮টার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাসায় চলে গেছেন।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মানিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুটি চাকুসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় এএসআই রশিদুল ইসলাম আহত হয়েছে।