ফেনী ও কুমিল্লার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে হেলিকাপ্টার যোগে বন্যা কবলিত এলাকার বেশ কিছু জায়গার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় সেনাবাহিনীর সদস্যদের উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রথমেই তিনি বন্যা পরিস্থিতি দেখতে কুমিল্লায় যান,সেখানে সেনা কর্মকর্তারা তাকে সার্বিক বন্যাপরিস্থিতি সম্পর্কে জানান।
পরবর্তীতে হেলিকপ্টার যোগে ফেনীর ফুলগাজির বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবংবন্যার কারণে যে সকল বাড়ির ছাদে মানুষ অবস্থান করছে তাদের যাতে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া ও ফেনীর পরশুরামে সেনাপ্রধান, সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করেন।সবকিছু পর্যবেক্ষণ শেষে বিকেলে ঢাকায় ফিরে আসেন।
এর আগে শুক্রবার সকালে জানানো হয় ফেনী,চট্টগ্রাম,কুমিল্লা,নোয়াখালী,সুনামগঞ্জ ও হবিগঞ্জ চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীর সব সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।