Swadhin News Logo
শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

১৮ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন করল জামায়াত

প্রতিবেদক
Ahsan Habib
আগস্ট ২৪, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
জামায়াতে ইসলামী

দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন করল জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল। সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনের বিজয় টেকসই ও অর্থবহ করতে দলমতনির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রুকনদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ রুকন সম্মেলন অনষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জোন পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পরিচালনায় সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন ড. মাওলানা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শেরেবাংলানগর দক্ষিণ থানা আমির আমিনুল ইসলাম, হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী, তেজগাঁও দক্ষিণ থানার আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, হাতিরঝিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা, তেজগাঁও উত্তর থানা আমির হাফেজ আহসান উল্লাহ, শিল্পাঞ্চল থানা আমির আলাউদ্দিন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, আওয়ামী-বাকশালিরা মানুষের মর্যাদা দেয়নি বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। তিনি দীন বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ কায়েম করতে চায়। আর এ কাজ গতিশীল ও অগ্রগামী করার জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে গণমানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এ ক্ষেত্রে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের কোনো বিকল্প নেই। প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছাতে পারলেই দীন কায়েমের পথ প্রশস্ত হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টির জন্য বেশি বেশি কোরআন, হাদিস ও ইসলামী বই অধ্যয়ন করতে হবে। সফলতার জন্য আল্লাহর সাহায্য চেয়ে তাহাজ্জুদ ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ধরনা দিতে হবে। তা হলেই আল্লাহ আমাদের বিজয়ী করবেন। মুহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, সাম্প্রতিক আন্দোলনে শহীদরা আমাদের জাতীয় সম্পদ ও গর্বিত সন্তান। তাই শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। শহীদ পরিবারের খোঁজখবর নিয়ে তাদের সমস্যা সমাধানে যথাযথ প্রচেষ্টা চালাতে হবে। আহতদের পাশে দাঁড়িয়ে তাদের সুচিকিৎসাসহ সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রাখতে হবে। তাহলে দেশ ও জাতির যে কোনো দুর্ভোগকালে নতুন প্রজন্ম সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির জন্য উদ্বুদ্ধ হবে। তিনি শহীদদের স্বপ্ন ন্যায়বিচার ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : মোদির সাথে ফোনালাপে ইউনূস

সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : মোদির সাথে ফোনালাপে ইউনূস

রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো, ট্রাম্পের ১৮০ ডিগ্রি মোড়

রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো, ট্রাম্পের ১৮০ ডিগ্রি মোড়

‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’

‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’

কেউ ফুল দিতে চাইলে আমরা বাধা দিতে পারি না : সারজিস আলম

কেউ ফুল দিতে চাইলে আমরা বাধা দিতে পারি না : সারজিস আলম

কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান, অস্ত্র-মাদকসহ আটক ৫

কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান, অস্ত্র-মাদকসহ আটক ৫

দীর্ঘমেয়াদি সংঘাতের হুঁশিয়ারি ইসরায়েলের

দীর্ঘমেয়াদি সংঘাতের হুঁশিয়ারি ইসরায়েলের

‘পরিস্থিতির ভিত্তিতে’ ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে সমর্থন দিতে পারেন ট্রাম্প

‘পরিস্থিতির ভিত্তিতে’ ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে সমর্থন দিতে পারেন ট্রাম্প

এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান : খামেনি

এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান : খামেনি

বাড়ির পাশের মাঠে পাওয়া গেলো কৃষকের ঝলসানো মরদেহ

বাড়ির পাশের মাঠে পাওয়া গেলো কৃষকের ঝলসানো মরদেহ

নওগাঁয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

নওগাঁয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত