Swadhin News Logo
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

আলু চাষিদের আন্দোলনের মুখে হিমাগারের ভাড়া কমানোর সিদ্ধান্ত

প্রতিবেদক
Nirob
জুলাই ১০, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
আলু চাষিদের আন্দোলনের মুখে হিমাগারের ভাড়া কমানোর সিদ্ধান্ত

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ কর্মসূচি পালনের পর আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাগার মালিকরা। বুধবার (৯ ‍জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কৃষক, ব্যবসায়ী, হিমাগার মালিক ও প্রশাসনসহ সকল পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত থাকা সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে আলু ফেলে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। পরে পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সমস্যা নিরসনে বুধবার জেলা প্রশাসন কার্যালয়ে সকল পক্ষকে নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

আলু চাষি আব্দুস সালাম ও কাজল বলেন, ‘গত বছর আলুর বস্তাপ্রতি হিমাগার ভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু এ বছর অন্যায্যভাবে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এতে করে কৃষক ও ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা কৃষকরা পূর্বের ভাড়া বহালের দাবি জানিয়ে আসছিলাম। আজ বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রশাসনসহ হিমাগার মালিকদের ধন্যবাদ।’

ইউএনও সাঈদা পারভীন বলেন, ‘জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠকে আলু চাষি, ব্যবসায়ী, হিমাগার মালিক, প্রশাসন, কৃষি বিপণন বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলু চাষিদের দাবি মেনে নেন হিমাগার মালিকরা। আলোচনায় সর্বসম্মতিক্রমে হিমাগারের পূর্বের ভাড়া আলুর বস্তাপ্রতি ৩৫০ টাকা বহাল রাখার সিদ্ধান্ত হয়।’

সর্বশেষ - আন্তর্জাতিক