Swadhin News Logo
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

প্রতিবেদক
Nirob
জুলাই ১০, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এবারও তাদের সাফল্য ধরে রেখেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

এ বছর প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৪৪ জন অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এসএম ফয়সল বলেন, ‘এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আনন্দিত যে বরাবরের মতো এবারও সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আশা করি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

প্রসঙ্গত, গত বছর মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

সর্বশেষ - আন্তর্জাতিক