Swadhin News Logo
শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে: উপদেষ্টা

প্রতিবেদক
Nirob
জুলাই ১২, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে: উপদেষ্টা

টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার (১২ জুলাই) ফেনীর বিভিন্ন এলাকায় গেছেন ঘুরেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ‘কেউ কেউ বলছেন—ত্রাণ লাগবে না, শুধু টেকসই বেড়িবাঁধ করে দিন। আমি বলছি—আমাদের দুটোই লাগবে। এখনই ত্রাণ দরকার জীবন বাঁচাতে এবং দীর্ঘমেয়াদে লাগবে টেকসই বেড়িবাঁধ। সেই সঙ্গে জীবিকার ব্যবস্থাও জরুরি।’

তিনি বলেন, ‘অতি দরিদ্র মানুষগুলো এখন সবচেয়ে ঝুঁকিতে। যাদের ঘরবাড়ি নেই, খাবার নেই, তাদের আগে বাঁচাতে হবে। তারপর ধাপে ধাপে অবকাঠামো গড়ে তুলতে হবে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে। যাদের দিয়ে কাজটি করা সম্ভব, তাদেরই দেওয়া হবে। এটি কোনও ছোটোখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন-উদ্যোগ সবকিছুই এক নম্বর হতে হবে। কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না।’

সর্বশেষ - আন্তর্জাতিক