গাজীপুরের কালিয়াকৈরের রেললাইনে ধানবোঝাই ট্রাক আটকের তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথের উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে ট্রাকটি আটকে যায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় ধানবোঝাই একটি ট্রাক বিকল হয়ে আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জয়দেবপুর রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।’
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রেলক্রসিংয়ে ধানবোঝাই ট্রাক আটকে যাওয়ার খবরে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে ছিল। ফলে ওইপাশ থেকে ট্রেন আসতে পারছিল না।

















