চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবিকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম ফেরদৌস আরা (৩৭)। তিনি স্থানীয় বাসিন্দা মো. লোকমানের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর রনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকমানরা চার ভাই। এর মধ্যে লোকমানের সঙ্গে ছোট ভাই রনির পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে লোকমানের স্ত্রী ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করে ছোট ভাই রনি। ঘটনার পর থেকে ঘাতক রনি পলাতক রয়েছে।’
এ প্রসঙ্গে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

















