Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আ.লীগ আর নীরব ভূমিকায় নেই, নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি: এনসিপি নেতা

প্রতিবেদক
Nirob
জুলাই ১৭, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
আ.লীগ আর নীরব ভূমিকায় নেই, নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি: এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ দায় এড়াতে পারে না।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জের পরে আমরা মনে করি না আওয়ামী লীগ আর নীরব ভূমিকায় আছে। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা বলে মনে করি। গোপালগঞ্জের পরে নিরাপত্তা নিয়ে আমরা নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে জুলাই পদযাত্রা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জোবাইরুল আরিফ বলেন, ‘সরকারের ব্যর্থতার ব্যাপারগুলা এত বেশি চোখা হয়ে উঠছে যে আমরা গণ-অভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, তা নিয়ে নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন এ বিষয়ে ভাবতে বাধ্য হচ্ছি।’

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অনুষ্ঠেয় জুলাই পদযাত্রার বিস্তারিত তুলে ধরেন এনসিপির এই নেতা।

তিনি জানান, ১৯ জুলাই কক্সবাজারে জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু হবে। উপস্থিত থাকবেন- দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। কক্সবাজারে কর্মসূচি শেষ করে বিকালে নেতাকর্মীরা বান্দরবান যাবেন। সেখান থেকে আসবেন চট্টগ্রামে। ২০ জুলাই সকালে রাঙামাটির উদ্দেশে নেতাকর্মীরা চট্টগ্রাম ছাড়বেন। দুপুরের মধ্যে রাঙামাটিতে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর বেলা সাড়ে ৩টায় তারা ফিরে আসবেন চট্টগ্রামে।

জোবাইরুল আরিফ বলেন, ‘২০ জুলাই বেলা সাড়ে ৩টায় নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নেতাকর্মীরা নিউমার্কেটে যাবেন। নিউমার্কেট থেকে টাইগারপাস হয়ে নেতাকর্মীরা যাবেন ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। সেখানে জমায়েত হবে। তবে যানজট ও অন্য কারণে সূচি পরিবর্তন হতে পারে। এ ছাড়া ২১ জুলাই সকালে খাগড়াছড়ি ও বিকালে ফেনীতে পদযাত্রা করবে এনসিপি।

কর্মসূচির বিষয়ে জোবাইরুল আরিফ বলেন, ‘জুলাই সনদ এখনও তৈরি করতে পারেনি সরকার। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি। তাদের চাওয়া-পাওয়া জানার চেষ্টা করছি। জুলাই সনদের বিষয়ে বক্তব্য শুনছি। এসব বক্তব্য আমরা সরকারের কাছে তুলে ধরছি।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে জোবাইরুল আরিফ বলেন, ‘চট্টগ্রামে হামলার শঙ্কার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। চট্টগ্রামে এ রকম কিছু হলে বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ফিলিস্তিন ইস্যুতে তীব্র বাকযুদ্ধ ইসরায়েল-অস্ট্রেলিয়ার

ফিলিস্তিন ইস্যুতে তীব্র বাকযুদ্ধ ইসরায়েল-অস্ট্রেলিয়ার

দেশের কয়েক জেলায় বৃষ্টি-জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

দেশের কয়েক জেলায় বৃষ্টি-জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

৫ টাকার জন্য বাহুবলে চার ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত

৫ টাকার জন্য বাহুবলে চার ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত

নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা হলে প্রতিহত করবো: ভিপি প্রার্থী জিতু

নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা হলে প্রতিহত করবো: ভিপি প্রার্থী জিতু

তুরস্কে ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি

তুরস্কে ভূমিকম্পে ৬ জনের প্রাণহানি

স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে থানায় দেওয়ার রাতেই অফিস সহকারীর ‘আত্মহত্যা’

স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে থানায় দেওয়ার রাতেই অফিস সহকারীর ‘আত্মহত্যা’

খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুড়ে ছাই ৮ বসতঘর

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুড়ে ছাই ৮ বসতঘর

বেড়িবাঁধের পাশ থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার, হত্যা বলে ধারণা পুলিশের

বেড়িবাঁধের পাশ থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার, হত্যা বলে ধারণা পুলিশের