ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে লাশ তুললে এ পরিচয় শণাক্ত করা যায়।
সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
জানা যায়, বেলা ১টার দিকে মরদেহটি পুকুরের মাঝখানে ভেসে ওঠে। বিকাল ৫টার দিকে মরদেহটি কিনারের দিকে ভেসে আসলে অনেক শিক্ষার্থী জড়ো হতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে বিকাল সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পুকুর থেকে তোলা হয়।
হল পুকুর পাড়ের দোকানি আকমল বিশ্বাস বলেন, ‘দুপুর ১টার দিকে আমি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখি। প্রথমে আমি ময়লার স্তূপ মনে করেছি। পরে বিকালে কিনারায় আসার পরে এটা মানুষের মরদেহ বুঝতে পারি। তখন অন্য লোকজন আসে।’
এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোক নেমে এসেছে। ঘটনাস্থলে কান্নায় ফেটে পড়েন সাজিদের বন্ধুরা।