Swadhin News Logo
রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
Nirob
জুলাই ২০, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে কারখানা কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে একটি কারখানার কর্মকর্তাকে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) বিকালে কোনাবাড়ি থানার আমবাগ মধ্যপাড়ার আতাউর মার্কেট এলাকার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৪৮)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। ওই ফ্ল্যাটে ভাড়া থেকে গাজীপুর ফিড মিল লিমিটেড কারখানায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন রফিকুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে রফিকুলের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। পরে সহকর্মী রুবেল রানাকে বিষয়টি জানান রফিকুলের ছেলে। অফিস থেকেও চেষ্টা করে রফিকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একপর্যায়ে খোঁজ নেওয়ার জন্য অফিস থেকে দুই কর্মচারীকে বাসায় পাঠানো হয়। তারা বাসায় গিয়ে দরজায় তালাবদ্ধ দেখতে পান। দুপুরে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর খাটের ওপর রক্তাক্ত লাশ দেখেন। ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

রফিকুলের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তারা ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ খাটের ওপর পড়ে ছিল। তার মাথায় ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত