কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে তিন কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
সোমবার (২১ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রায়ন থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের মজুত থাকার তথ্য পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৬টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম। অভিযানে বিজিবি এবং আনসার সদস্যদের সহযোগিতায় মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রায়ন থেকে চল্লিশপাড়া পর্যন্ত এলাকায় তল্লাশির মাধ্যমে প্রায় ২০ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫শ’ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়াও অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করা হয়, যা পরে অবমুক্ত করা হয়েছে।
জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।