রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুলের ছাত্র ও রাঙামাটি বাঙালহালিয়ার সন্তান উক্য চিং মারমা মৃত্যুর কাছে হার মানলো। সোমবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার মরদেহ রাঙামাটি আনা হচ্ছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উক্য চিং মারমার মাসি (খালা) নেলী মারমা। তিনি বলেন, ‘উক্য চিংয়ের অবস্থা গুরুতর ছিল। ডাক্তাররা চেষ্টা করছেন। এই মেধাবী সন্তানটি উচ্চ শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে।’
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্য চিং মারমা ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আদোমং মারমা বলেন, ‘আমি শুনেছি ছেলেটা রাতে মারা গেছে। ওরা গাড়িতে রাঙামাটি আসছে। আসার পর দাহ করা হবে। ছেলেটা আমার আত্মীয় হয়। খুবই মর্মান্তিক ঘটনা। আমরা সবাই ভীষণ শোকাহত।’
সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত এবং বহু আহতের ঘটনা ঘটে। এই ঘটনায় উক্য চিং মারমার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।