রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুন বিকাল ৩টায় ঘোষণা করা হবে। বুধবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাকসুর নির্বাচনি তফসিল আগামী ২৮ জুলাই বিকাল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে। রাবির ওয়েবসাইটে ওই ঘোষণার পরে তফসিল পাওয়া যাবে।
এর আগে, রাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিকাল সাড়ে ৩টা থেকে রাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে রাবি শাখা ছাত্রশিবির। রাকসু নির্বাচন কমিশন তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পর অবস্থান কর্মসূচি স্থগিত করে সংগঠনটি। একই দাবিতে গত ২১ জুলাই অবস্থান কর্মসূচি পালন করে ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স’ (রুসা)।

















