Swadhin News Logo
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

প্রতিবেদক
Nirob
জুলাই ২৬, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ
বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার বঁশিতৈল এলাকায় মকশ বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন বন্ধু হলেন– কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহিম হোসেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন তীরে উঠতে সক্ষম হয়। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কালিয়াকৈরের সূরিচালা গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে ধামরাইয়ের ইব্রাহিম। বিকালে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। সে সময় প্রচণ্ড বেগের বাতাসে বিলের পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে নৌকা উল্টে গেলে তারা বিলের পানিতে পড়ে যায়। দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে উপরে উঠতে পারলেও তিন জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজতে থাকেন। তবে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের দল নেতা ইদ্রিস মিয়া বলেন, ‘আমি ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে উদ্ধার অভিযান শুরু করবো। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের কোনও খোঁজ পায়নি।’

নিখোঁজ শিমুলের দুলাভাই আসলাম হোসেন বলেন, ‘বিকালে তারা নৌকা নিয়ে বেড়াতে বের হয়। হঠাৎ বাতাসে নৌকা উল্টে যাওয়ার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।’

রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘নৌকাডুবে তিন জন নিখোঁজ রয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক