চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ বলে মিছিলের আদলে টিকটক ভিডিও বানানোর সময় ১২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। শুক্রবার (২৫ জুলাই) রাতে তাদের বিরুদ্ধে মামলাটি হয়। শনিবার (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকা থেকে ওই ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)। তারা উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গ্রেফতার তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে এবং শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক বানানো গ্রেফতার ১২ জনের ৮ জনকে শিশু হিসেবে শিশু আদালতে এবং ৪ জন (অ্যাডাল্ট) নিয়মিত আদালতে শনিবার সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে সবাইকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।’