রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ মাসুমার মরদেহ দাফন করা হয়েছে। মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানা গেছে, মাসুমা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তার মরদেহ শনিবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে এসে পৌঁছে।
মাসুমাকে একনজর দেখার জন্য স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী ভিড় করেন তার বাড়িতে। এ সময় বাতাস ভারী হয়ে ওঠে তাদের আহাজারিতে।
মাসুমার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউসে ড্রাইভার হিসেবে কাজ করেন। মাসুমা স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন।