সচিবালয়ের সামনে আনসারদের আন্দোলনের ঘটনা তদন্তের পর প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় ৮ হাজার ৬১১ সদস্যকে সামরিক বহিষ্কার করা হয়েছে ।
আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই কথা জানিয়েছেন। রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান ।
এই ঘটনায় ৪৪৭ জন আনসার সদস্যকে ১১ টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আর কারো সম্পৃক্ততা মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আনসার মহাপরিচালক দূর্গা পূজার নিরাপত্তা প্রসঙ্গে বলেন সারা দেশের পূজা মন্ডপ গুলোতে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়ন করা হয়েছে।