শেখ মুজিবুর রহমানের ছবি টাকার নোট ও ধাতব মুদ্রা থেকে বাতিল করা হতে পারে । ২০,১০০,৫০০ ও ১০০০ টাকার নোটে ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে টাকার নকশা করার প্রস্তাব দেয়া হয়েছে। নতুন প্রস্তাব করা নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। প্রাথমিকভাবে ৪ টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরে ধাপে ধাপে সব ধরণের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা। হবে। বাংলাদেশ ব্যাংক ও তথ্য মন্ত্রণালয়য়ের মাধ্যমে এই তথ্য পাওয়া গিয়েছে।
এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়।গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যাবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিস শারমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।
বর্তমানে বাংলাদেশে ১,২,৫,১০,২০,৫০,১০০,৫০০ ও ১০০০ টাকার নোট সহ মোট ১০ টি কাগজের নোট প্রচলিত আছে। এর মধ্যে ২ টাকার নোট থেকে শুরু করে ১০০০ টাকার নোট পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।কোনো কোনো নোটের ২ পাশে শেখ মুজিবের ছবি রয়েছে।এছাড়া ধাতব মুদ্রা গুলোতে ও তার ছবি রয়েছে।নতুন করে নোটের নকশায় যে প্রস্তাব চাওয়া হয়েছে ,সেখানে শেখ হাসিনা সরকারের সময়ে চাপানো নোটের নকশা ও ডিজাইন পরিবর্তন হবে। এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া আরো জানা যায় নতুন নোট ইস্যু হলেই নকশা পরিবর্তন হতে পারে এবং বর্তমান গভর্ণর আহসান এইচ মনসুরএর স্বাক্ষর ও যুক্ত হতে পারে।
নতুন নোট ইস্যু হলে ও পুরাতন নোট গুলো বাজারে সচল থাকবে।গ্রাহকদের এই বিষয়ে কোনো সমস্যায় পড়তে হবে না।