Swadhin News Logo
বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Nirob
জুলাই ৩০, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ রায় ঘোষণা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৩৪ জন আসামির মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তার পাশ থেকে মাটি কাটা নিয়ে চৈতননগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার পর ৩ মে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুমেলের চাচা ইব্রাহীম আলী সিজিল। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়। মামলায় যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলমকে করা হয় প্রধান আসামি। আসামিরা মামলাটিকে ভিন্ন খাতে নিতে হাইকোর্ট বিভাগে কমপক্ষে দশটি রিট করে মামলাটি বিলম্বিত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম, নজরুল আলম, সদরুল, সিরাজ উদ্দিন, জামাল, রাজন মিয়া শাহিন, আব্দুল জলিল, আনোয়ার হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইলিয়াছ মিয়া, আব্দুন নুর, জয়নাল, আশিক, আসকির মিয়া, ফরিদ মিয়া, আকবর মিয়া।

সর্বশেষ - আন্তর্জাতিক