দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টায় বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের সংকোবানী গ্রামের কিশোরীগঞ্জ সীমান্তের ৩৩০ মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছ তাদের আটক করা হয়।
তারা হলেন- জেলার বিরল উপজেলার বাজনাহার বাদ রুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও রামচন্দ্রপুর খটুপাড়ার সুনিলের মেয়ে
গোলাপী (২০)।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাত সাড়ে ৩টায় বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ২ বাংলাদেশি। এ সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে। তাদের বিরল থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।