Swadhin News Logo
বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কক্সবাজার মাদক ও মানব পাচারের দুর্গ, গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রতিবেদক
Nirob
জুলাই ৩০, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
কক্সবাজার মাদক ও মানব পাচারের দুর্গ, গোলটেবিল বৈঠকে বক্তারা

কক্সবাজার জেলা হলো মাদক ও মানব পাচারের দুর্গ। বিশেষ করে মানবপাচার একটি জটিল, সংঘবদ্ধ ও আন্তসীমান্ত অপরাধ। এ কারণে এ অপরাধ প্রতিরোধে কেবল আইনগত পদক্ষেপ নয়, বরং সামাজিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক সমন্বয়, দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসনের টেকসই কাঠামো দরকার।

বুধবার (৩০ জুলাই) বিকালে কক্সবাজারের একটি হোটেলে ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। 

জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সীমা জহুরের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মুন্সী আবদুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা জজ মো. রবিউল আলম, যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক নাফিজ ইমতিয়াজ হাসান। এ ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন্নেছা লিপি, আইওএমের নিরাপত্তা সমন্বয়ক সাদিয়া আলিন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প কর্মকর্তা নাজমুল করিম ও আইনজীবী প্রতীভা দাশ প্রমুখ।

বৈঠকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া তথ্যমতে, ২০১৮ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট এক হাজার ৪৫৪ জন পাচার ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের শিকার ব্যক্তি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০২ জন পুরুষ, ৫৫ জন কিশোর, ৭৮৯ জন নারী ও ১০৮ জন কিশোরী। শনাক্ত ৪১০ জন বিদেশে পাচার হয়েছিল। এখন পর্যন্ত ৫৩০ জনকে জীবিকা সহায়তা দেওয়া হয়েছে। যার মধ্যে ১৮০ জন পুরুষ এবং ৩৫০ জন নারী উপকারভোগী অন্তর্ভুক্ত করেছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

এ ছাড়া কক্সবাজারে মানবপাচার আইনে ৪৬০টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ২৫১টি, ২০২০ সালে ১৫টি, ২০২১ সালে ১২টি, ২০২২ সালে ১৬টি, ২০২৩ সালে ১৯টি, ২০২৪ সালে ১৮টি ও চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে ১০টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৬টি। এসব মামলায় সাক্ষীর দুর্বলতাকে দায়ী করা হয়।

বৈঠকে পাচারের কয়েকটি কৌশল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ নারীরা মধ্যপ্রাচ্যে ভালো চাকরির আশায় পাচারের শিকার হন। তবে বাস্তবে তাদের বেশিরভাগই গৃহকর্মে নিয়োজিত হয়ে নির্যাতনের শিকার হন এবং উপযুক্ত বেতন বা সুযোগ-সুবিধা পান না। অন্যদিকে, পুরুষদের মধ্যে অনেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার হন বা বৈধভাবে মধ্যপ্রাচ্যে যান। কিন্তু ভুয়া কাজের প্রতিশ্রুতি ও চাকরির চুক্তিবিহীনভাবে যাচ্ছেন তারা, যা প্রকৃত অর্থে মানব পাচার হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক