ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর মহাখালীর ডি ও এইচ এস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি র মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম কে মহাখালী থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ অগাস্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। এই সময় তিনি নগর ভবনের পিছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।
এর পর ১৯ অগাস্ট ডি এন সি সি র মেয়র আতিকুল ইসলাম সহ দেশের ১২ টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করেন অন্তর্বর্তীকালীন সরকার

















