Swadhin News Logo
শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

১৬ ঘণ্টা পর চার উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রতিবেদক
Nirob
আগস্ট ১, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
১৬ ঘণ্টা পর চার উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর আংশিকভাবে চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনও মাধবপুর উপজেলা পুরোপুরি অন্ধকারে রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান চার উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টানা বৃষ্টির মধ্যে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি ট্রান্সফরমার পুড়ে যায়, আরেকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৯টি উপজেলার মধ্যে ৫টিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

পরিস্থিতি কিছুটা উন্নতি হলে শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে মাধবপুর উপজেলা এখনও বিদ্যুৎহীন রয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, জেলার জন্য ১৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে কেবল একটি কার্যকর ট্রান্সফরমারের মাধ্যমে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আংশিকভাবে চারটি উপজেলা চালু রাখা হয়েছে। মাধবপুর উপজেলায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, বাকি দুটি ট্রান্সফরমারের একটি আজ (শুক্রবার) সন্ধ্যায় এবং অপরটি শনিবার চালু হতে পারে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক