রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে রজনীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। পরে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।
এর আগে, বিমান বাহিনীর কর্মকর্তারা রজনীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন– বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বারী, উইং কমান্ডার মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখসহ রজনীর পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, রজনী ইসলাম ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়েছিলেন। মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও তার মা রজনীর কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একটি শাড়ি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্বামী জহুরুল ইসলাম।
মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে ১০টার দিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয় রজনী ইসলামকে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার রজনী ইসলামসহ এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহত রজনী ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা। স্বামী ব্যবসায়ী জহুরুল ইসলামের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করতেন।