চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশা বাহিত রোগ ডেঙ্গুতে ১৬ জন এবং চিকুনগুনিয়া ১১২ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭, বিআইটিআইডি হাসপাতালে ৫, চট্টগ্রাম সিএমএইচে ৩ ও উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (২ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯ জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ৪৩০ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪২৬ জন নগরীর এবং ৪৭৯ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ৪৮৮ জন পুরুষ, ২৬৪ জন নারী ও ১৫৩ জন শিশু রয়েছেন।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৪৭৯ জন আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে ১২৩, সীতাকুণ্ডে ১৩৭, লোহাগাড়ায় ৩৭, সাতকানিয়া ৩২, আনোয়ারায় ৩৫, রাউজান ২৪, কর্ণফুলীতে ১৪, পটিয়ায় ১২, মীরসরাইয়ে ১২, হাটহাজারীতে ১১, চন্দনাইশে ৮, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৮, ফটিকছড়িতে ৮ ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

















