কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আব্দুল্লাহকে হত্যার ঘটনায় আজই হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের উচ্চতর তদন্তের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থাকে প্রদানসহ প্রয়োজনীয় বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাজিদ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে উপস্থিত হয়ে তিনি এসব কথা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘সাজিদের হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হবে। যেহেতু এটা হত্যাকাণ্ড, সেহেতু এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে চলে যাবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের চাহিদা মোতাবেক সব সহযোগিতা করা হবে। সাজিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আজকের মধ্যেই মামলা হবে। যেহেতু জিডি এন্ট্রি করা আছে, এটাকে ফরমাল মামলাতে আজকে রুজু করা হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু নিশ্চিত হয়ে গেছে এটা হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের মামলা হিসেবেই আজ থেকে কার্যক্রম শুরু হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিন্ডিকেটের মিটিং ডেকেছি। সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক আমরা সামনে অগ্রসর হবো তোমাদের দাবি অনুসারে। এর মধ্যে কোনও ধরনের ত্রুটি হবে না।
‘আমার প্রশাসনের সবাই দোষী ব্যক্তিদের শাস্তি চাই। এই ব্যাপারে তোমরা শতভাগের চেয়ে বেশি নিশ্চিত থাকতে পারো। কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। আর এই দাবি নিয়ে তোমাদের নতুন করে আসা লাগবে না। প্রশাসনই তোমাদের টাইম টু টাইম জানাবে আমরা কী করছি।’
এর আগে বেলা ১১টায় সাজিদ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নেতৃত্বে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালনের পর উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে উপরোক্ত আশ্বাস প্রদান করলে তারা অবস্থান ছাড়েন।
উল্লেখ্য, ১৭ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গতকাল প্রকাশ হওয়া সাজিদের মৃত্যুর ভিসেরা রিপোর্টে উঠে এসেছে সাজিদকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। এ ছাড়া রিপোর্টে বলা হয়, পোস্টমর্টেমের আনুমানিক ৩০ ঘণ্টা আগে মৃত্যু হয় সাজিদের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও মৃত্যুর একই সময় উঠে এসেছিল। লাশ উদ্ধারের পরের দিন সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।

















