Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় হামলার ঘটনায় ৬ জন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় হামলার ঘটনায় ৬ জন গ্রেফতার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম স্টিল কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্রমিকদের হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো. তাজুল ইসলামসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (৪ আগস্ট) র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট স্থানীয় সন্ত্রাসী হক সাবের নেতৃত্বে দেশীয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড-সজ্জিত ১৮-২০ জনের একটি সশস্ত্র দল বিএসআরএম স্টিল রোলিং-২ এবং স্টিল মেলটিং-২ কারখানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা কারখানার অফিসকক্ষ ভাঙচুর, লুটপাট চালায় এবং ডিউটি অফিসার মো. শাহ আলম, সিকিউরিটি গার্ড মোরশেদ, ডাম্পট্রাকচালক সোহাগসহ শ্রমিকদের ওপর নির্মম হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ লোহা তৈরির স্ক্র্যাপ, নির্মাণাধীন বেষ্টনীর টিন ও নগদ টাকা লুট করে নেয়। এ ছাড়া বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখলে শ্রমিকদের হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর বিএসআরএম কারখানার ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৩২ জন এজাহারনামীয় ও ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট রাতে কোতোয়ালি থানাধীন কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় অন্যতম আসামি মো. তাজুল ইসলামকে (২৭) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আরও দুটি অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন—মো. ইমন (২৬), পিতা- বশির আহম্মদ, সাং-পরাগলপুর, মো. সাদেক হোসেন (৩০), পিতা- নিজাম উদ্দিন, সাং-উত্তর পরাগলপুর, মো. হাসান (২২), পিতা-আলা উদ্দিন সাং-পরাগলপুর, মো. মাহবুব (২৬), পিতা- মো. মনির হোসেন, সাং-সেংগুয়া, কচুয়া, চাঁদপুর।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

মামলার বাদী বিএসআরএম মীরসরাই জোনের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘দীর্ঘদিন ধরে এ চক্রটি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা মামলা করেছি। সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আসামিদের সুনির্দিষ্ট মামলায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে আদালত পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসংক্রান্ত আরও তথ্য যাচাই করা হচ্ছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
আগামী দুই সপ্তাহের মধ্যে আইএইএ’র ইরান সফর: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী দুই সপ্তাহের মধ্যে আইএইএ’র ইরান সফর: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজশাহীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

রাজশাহীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

বিদ্যালয়ের খেলার মাঠ বিক্রি, তদন্তে দুদক

বিদ্যালয়ের খেলার মাঠ বিক্রি, তদন্তে দুদক

জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে: নাহিদ ইসলাম

হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ওএমএসের আটা পাচারের সময় একজন গ্রেফতার

ওএমএসের আটা পাচারের সময় একজন গ্রেফতার

মহানন্দায় ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মহানন্দায় ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ইসরায়েল নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েও কোন শিক্ষাই গ্রহণ করেনি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

ইসরায়েল নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েও কোন শিক্ষাই গ্রহণ করেনি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিচার শুরু

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কর্মকর্তার বিচার শুরু

৪৮ ইসরায়েলি জিম্মির ছবি প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

৪৮ ইসরায়েলি জিম্মির ছবি প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন