Swadhin News Logo
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজবাড়ীর জনপ্রিয় দুই মিষ্টির ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Nirob
আগস্ট ৬, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ণ
রাজবাড়ীর জনপ্রিয় দুই মিষ্টির ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীর নামকরা প্রসিদ্ধ নির্মল ও শংকর মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা নিয়মিত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতো, এ ছাড়া কয়েকটি অপরাধে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, খাদ্য আদালতটি রাজবাড়ী সদর উপজেলার শংকর মিষ্টান্ন ভান্ডার, নির্মল মিষ্টান্ন ভান্ডার, হিরালাল মিষ্টান্ন ভান্ডার ও নয়াটেস্ট ফাস্টফুড ও মিষ্টান্ন ভান্ডার অভিযান পরিচালনা করা হয়। এ সময় শংকর ও নির্মল মিষ্টান্ন ভান্ডারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা- ৩২(গ), ৩৩, ৩৯ অধীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন ইত্যাদি ব্যত্যয় দেখায় প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ ছাড়া হিরালাল মিষ্টান্ন ভান্ডার এবং নয়াটেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ব্যত্যয়জনিত ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মহসিন হাসান বলেন, আজকে আমরা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে পরিচালনা করছি। এ সময় রাজবাড়ীর প্রসিদ্ধ দুটি মিষ্টান্ন ভান্ডার শংকর ও নির্মলের কারখানা ও দোকানে গিয়ে দেখতে পাই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণসহ বেশ কয়েকটি অপরাধ আমাদের নজরে আসে। পরে তাদের নিরাপদ খাদ্য আইনের তিনটি ধারায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছি। আমরা এই খাদ্য আদালতের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য অফিসার আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক সেলিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন এবং জেলা পুলিশ ও আনসারের দুটি চৌকস দল।

সর্বশেষ - আন্তর্জাতিক