Swadhin News Logo
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপি নেতার শোডাউন

প্রতিবেদক
Nirob
আগস্ট ৬, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপি নেতার শোডাউন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা ‘বিজয় র‍্যালিতে’ সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করেছেন বিএনপির এক নেতা। ‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ ফটিকছড়ি পৌরসভার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রাজনৈতিক কর্মসূচিতে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার ভালোভাবে নেননি সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বিএনপির বিজয় র‍্যালিতে সরকারি অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘুরেছে। অথচ তাতে কোনও রোগী ছিল না। এটি ব্যবহৃত হয়েছে বিএনপির প্রচারণার অংশ হিসেবে শোডাউনে। অ্যাম্বুলেন্সে ছিলেন দলীয় কর্মীরা। এতে বিস্মিত স্থানীয় লোকজন।

‎পৌর এলাকার বাসিন্দা আলী আকবর বলেন, ‘এই অ্যাম্বুলেন্স তো রোগীদের জন্য বরাদ্দ। অথচ এখন তা রাজনৈতিক ব্যক্তিদের শোডাউনে ব্যবহার হচ্ছে। এটি কোন ধরনের প্রচারণা আমরা বুঝলাম না।’

নাম প্রকাশ না করার শর্তে ফটিকছড়ি ‎‎পৌরসভার এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিবহনের জন্য অনুমোদিত। রাজনৈতিক দলের সভা-সমাবেশের কোনও কাজে ব্যবহারের সুযোগ নেই। করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি পৌরসভাকে অনুদান হিসেবে দিয়েছিলেন। এটির রেজুলেশনে স্পষ্ট উল্লেখ ছিল, কোনোভাবেই  ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না। অথচ একটি দলের নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক শোডাউনে ব্যবহার করেছেন।’ 

বিএনপি নেতা ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা ও রাঙ্গামটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্সটি ভাড়া নিয়ে শোডাউনে ব্যবহার করেছি। কর্তৃপক্ষ আমাদের ভাড়া দিয়েছেন। এটি নিয়ে সমালোচনার কিছু নেই।’

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিমুল্লাহ বাহার বলেন, ‌‌‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা বিজয় র‍্যালিতে সরকারি সম্পত্তি ব্যবহার কোনোভাবেই উচিত হয়নি। সেটির সঙ্গে রাজনৈতিক যে নেতা জড়িত তিনি অদূরদর্শী ও অপরিপক্ব। দলকে ডোবাতে এটি করেছেন। বিএনপির বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি নতুন ও গণতান্ত্রিক দেশের স্বপ্ন বাস্তবায়নে এসব গর্হিত কাজ হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, ‘বিজয় শোডাউনে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দলের আহত নেতাকর্মীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। এটি সরকারি না বেসরকারি, তা আমার জানা ছিল না।’

ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘অ্যাম্বুলেন্সটি ভাড়া দেওয়ার কিংবা রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু অভিযোগ উঠেছে, আমরা তদন্ত করে দেখবো। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সাড়ে ৪ ঘণ্টা পর খুলনা থেকে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক

সাড়ে ৪ ঘণ্টা পর খুলনা থেকে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক

কেবিন ক্রু  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। এইচ এস সি পাশেই আবেদন।

কেবিন ক্রু নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। এইচ এস সি পাশেই আবেদন।

এবার স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ, আহত ১৫

এবার স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ, আহত ১৫

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ

চাঁদাবাজির সময় আটককৃতদের ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

চাঁদাবাজির সময় আটককৃতদের ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে: জামায়াত আমির

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে: জামায়াত আমির

কাতারে ইসরায়েলি হামলায় নীরব যুক্তরাষ্ট্র

কাতারে ইসরায়েলি হামলায় নীরব যুক্তরাষ্ট্র

ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয়, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত’— বলছে পাকিস্তান জামায়াত

ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয়, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত’— বলছে পাকিস্তান জামায়াত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল