Swadhin News Logo
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আসিফ মাহমুদের দেখা না পেয়ে অনুষ্ঠান বয়কট করলেন বিএনপি নেতারা

প্রতিবেদক
Nirob
আগস্ট ৯, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
আসিফ মাহমুদের দেখা না পেয়ে অনুষ্ঠান বয়কট করলেন বিএনপি নেতারা

দাওয়াত পেয়ে অতিথি হিসাবে অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রধান অতিথির সঙ্গে দেখা করতে চাওয়ায় পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে নাটোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি।

শনিবার (৯ জুলাই) দুপুরের কিছু আগে ওই অভিযোগে নাটোর শহরের কানাইখালী এলাকায় উদ্বোধন হওয়া মিনি স্টেডিয়াম চত্বর ত্যাগ করেন তারা।

তথ্যমতে, শনিবার দুপুরের কিছু আগে নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনের জন্য কানাইখালী ওই স্টেডিয়াম মাঠে পৌঁছেন সজীব ভূঁইয়া। ওই সময় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১০ জন জেলা বিএনপি নেতা স্টেডিয়াম চত্বরে পৌঁছে সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়াম চত্বর ত্যাগ করেন তারা।

পরে সংবাদ সম্মেলন ডেকে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়কসহ তারা নিজ দলীয় পরিচয় দিলেও প্রশাসনের উপস্থিতিতে তাদের দেখা করতে দেওয়া হয়নি। তারা ওই ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ওই ঘটনার পর তারা জেলা পরিষদ অডিটোরিয়ামে সজীব ভূঁইয়ার আলোচনা সভা এবং নাটোর সার্কিট হাউসে আয়োজিত নাটোর এলজিইডির বাস্তবায়িত প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানও বয়কট করেন।

এদিকে মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শুধু স্টেডিয়াম উদ্বোধন করে শেষ নয় বরং তার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। স্টেডিয়ামগুলোতে খেলাধুলার মধ্য দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর করতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলায় কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়। সে ক্ষেত্রে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। মিনি স্টেডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগী নিশ্চিত করবেন। যেন স্টেডিয়ামগুলো খেলাধুলার কাজে ব্যবহার হয়। ক্রীড়াবিদ ও খেলোয়াড়রা যেন এখানে খেলাধুলা করতে পারে তার ব্যবস্থাও নিশ্চিত করবেন। কেননা এসব মিনি স্টেডিয়াম থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উঠে আসবে।’
দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠগুলোকে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে মন্ত্রাণালয় কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুর-উল-আলম, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন।

বিএনপির অভিযোগ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মিনি স্টেডিয়ামে আসা অতিথির তুলনায় জায়গা অপ্রতুল হওয়ায় নিরাপত্তা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান পাড়ি দিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। ওই অনুষ্ঠানে কাউকে ইচ্ছা করে ছোট করা বা বাধা দেওয়ার মানসিকতা কারও ছিল না। বিষয়টিতে কষ্ট না নিয়ে পজিটিভভাবে দেখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত