চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার সকাল ৮টার দিকে আনোয়ারার পূর্ব গহিরা সাঙ্গু নদের তীর এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিন জনের লাশ উদ্ধার হলো। এখনও পাঁচ জেলে নিখোঁজ আছেন।
দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া জেলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নিখোঁজ জেলেদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ১৯ জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে অদূরে থাকা একটি নৌকা উদ্ধার করে, তবে আট জন নিখোঁজ ছিলেন। তাদের সবাই নোয়াখালীর বাসিন্দা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে গভীর সাগরে মাছ ধরতে যান জেলেরা। শনিবার পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের বাইরে বহির্নোঙর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। আজ একজনের লাশ উদ্ধার করা হলো।

















